Don't Miss
Home / প্রচ্ছদ / দূর্গের উপর দূর্গ জয় করা উসমান বের হৃদয়কে এবার বাঙালীরা জয় করে নিলো।

দূর্গের উপর দূর্গ জয় করা উসমান বের হৃদয়কে এবার বাঙালীরা জয় করে নিলো।

প্রতিদিন খবর : বুরাক অ্যাজিভিট একজন তুর্কি অভিনেতা ও মডেল। তিনি কালিকুসু (২০১৩-২০১৪) এবং কারা সেভদা (২০১৫-২০১৭) চলচ্চিত্রে তার ভূমিকার জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়। তিনি বর্তমানে ইতিহাস-ভিত্তিক ও রোমাঞ্চকর সিরিজ কুরুলুস: উসমান (২০১৯-বর্তমান) এ “ওসমান বে” চরিত্রে অভিনয় করছেন।
আর এই চরিত্র টির মাধ্যমে বুরাক অ্যাজিভিট বাংলাদেশের দর্শকদের কাছে উসমান বে।
উসমান বে এখন বাংলাদেশে। আসার গুঞ্জনের মাঝেই তিনি এখন ঢাকায়।
বাংলাদেশের এত ক্রেজি ফ্যান দেখে অভিভূত বুরাক —তাঁর ভক্ত অনুরাগীদের ভালোবাসাকে সঙ্গ করেই এই দেশকে, বাংলাদেশকে বিদায় জানাবেন তিনি ! দূর্গের উপর দূর্গ জয় করা উসমান বের হৃদয়কে এবার বাঙালীরা জয় করে নিলো!
বুরাক অ্যাজিভিট বলেন, আমি অনেক দেশে গিয়েছি, পাকিস্তান, ভারত গিয়েছি। সেসব দেশে বাংলাদেশের মতো এত ক্রেজি ফ্যান দেখিনি। আমরা যে ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের সঙ্গেই কোলাবোরেশন করি না কেন তাতে বিশ্বস্ততা অর্জন করা গুরুত্বপূর্ণ। এ কারণে আমরা তুর্কি থেকে সবচেয়ে বিশ্বস্ত একটি ব্র্যান্ড নিয়ে এসেছি। আমি এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর।৩ দিন ধরে শুটিং করেছি, অনেক সুন্দর অভিজ্ঞতা হয়েছে। এ ব্যাপারে খুব শিগগিরই আপনারা জানতে পারবেন। আপনারা খুব ভালোবাসা দিয়েছেন আমাকে। আপনারা বিশ্বাস করেন, আমরাও ভীষণ পছন্দ করি আপনাদের। আপনারা আমাদের সিরিজগুলো দেখেন, এ জন্য সত্যিই আনন্দিত আমি।
ভক্ত অনুরাগীদের ভালোবাসায় মুগ্ধ বুরাক বে! তিনি বাঙালীদের এই ভালোবাসার কথা কোনোদিনও ভুলবেন না।
বুরাক —তাঁর ভক্ত অনুরাগীদের ভালোবাসাকে সঙ্গ করেই এই দেশকে, বাংলাদেশকে বিদায় জানাবেন বলা যায় !
দূর্গের উপর দূর্গ জয় করা উসমান বের হৃদয়কে এবার বাঙালীরা জয় করে নিলো।
#burakozcivit

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।
x

Check Also

নূরসহ গণঅধিকার পরিষদের ৬ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি ঃ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরের অভিযোগে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ...