
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রবিবার (২ জুন) বেলা ১১টায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আসা একটি বিমানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার লিডার মো. আক্তার।
তিনি বলেন, সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা ফ্লাইট এবিসি-০০১ সকাল ১১টার দিকে ঢাকায় অবতরণ করে। এ সময় বিমানটিতে আগুন লেগে যায়। তবে তা বড় আকার ধারণ করতে পারেনি। এর আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলতে পারেননি ফায়ার লিডার মো. আক্তার।