Don't Miss
Home / জাতীয় / হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি বিমানে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি বিমানে আগুন

 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রবিবার (২ জুন) বেলা ১১টায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আসা একটি বিমানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার লিডার মো. আক্তার।

তিনি বলেন, সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা ফ্লাইট এবিসি-০০১ সকাল ১১টার দিকে ঢাকায় অবতরণ করে। এ সময় বিমানটিতে আগুন লেগে যায়। তবে তা বড় আকার ধারণ করতে পারেনি। এর আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলতে পারেননি ফায়ার লিডার মো. আক্তার।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।
x

Check Also

নূরসহ গণঅধিকার পরিষদের ৬ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি ঃ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরের অভিযোগে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ...