Don't Miss
Home / প্রচ্ছদ / দশমিনায় স্কুল ম্যনেজিং কমিটি বাতিলের দাবিতে প্রধান শিক্ষকের অভিযোগ

দশমিনায় স্কুল ম্যনেজিং কমিটি বাতিলের দাবিতে প্রধান শিক্ষকের অভিযোগ


নিজস্ব প্রতিনিধি:  পটুয়াখালী দশমিনা উপজেলায় এক মাধ্যমিক বিদ্যালয়ে ভুয়া ম্যানেজিং কমিটি বাতিলের অভিযোগ উঠেছে।
উপজেলার চরবোরহান ইউনিয়নের দক্ষিন চরশাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,বরিশাল বরাবর এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ হানিফ সহকারি অধ্যক্ষ আদমপুর কামিল মাদ্রাসা তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাবি করে গত ২২.০১.২০২৪ ইং তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ম্যানেজিং কমিটি গঠনের আবেদন করেন। আবেদনের আলোকে ২৪.০১.২০২৪ইং তারিখ স্মারক নং ০৫.১০.৭৮৫২.০০২.০২.০০২.২৩-৪৯ এর অফিস আদেশে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম আরিফুর রহমানকে প্রিজাউডিং নিয়োগ করে কমিটি গঠনের দায়িত্ব দেন। উক্ত প্রিজাউডিং অফিসার ম্যানেজিং কমিটির গঠন তন্ত্রের নিয়মনীতির কোন তোয়াক্কা না করে ভুয়া কাগজ সৃজন করিয়া এবং পরিচয়হিন অভিবাবক সদস্যের সমন্বয় ১২ সদস্যের কমিটি অনুমোদনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বের্ডে প্রেরন করেন। ওই কমিটিতে সংরক্ষিত মহিলা শিক্ষকের পদ খালি

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Recent Comments

No comments to show.
x

Check Also

কারো জন্য কিছুই করা হয়ে উঠে না….”

“কারো জন্য কিছুই করা হয়ে উঠে না….”আমি সাংবাদিক, আমি সম্পাদক, নেতা কিংবা ...