Don't Miss
Home / জাতীয় / নিত্যপণ্যের সরবরাহ নিয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই

নিত্যপণ্যের সরবরাহ নিয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই

নিত্যপণ্যের সরবরাহ নিয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রাশিয়া বাংলাদেশের উন্নয়ন সহযোগী বন্ধুপ্রতীম রাষ্ট্র। রাশিয়ার সাথে হলুদ, মটর, ছোলা, মসুর ডাল ও সূর্যমুখী তেলের মত নিত্যপণ্য সরবরাহের সমঝোতা স্মারক সই খাদ্য নিরাপত্তায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রতিন্ত্রী আরও জানান, শুধু রাশিয়াই নয়, ভারত, মিয়ানমারের সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে চুক্তি প্রক্রিয়াধীন আছে।
রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রুশ ফেডারেশনের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন জেএসসি ফরেন ইকোনমিক কোঅপারেশন ‘প্রোডিন্টোর্গ’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী একথা বলেন।
তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয় দেশের রপ্তানিযোগ্য পণ্যের বাজার সম্প্রসারণেও কাজ করছে।
এসময় ঢাকায় রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত আলেক্সএন্ডার মান্টিস্কাই, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন। রাশিয়ার পক্ষে ‘প্রোডিন্টোর্গ’এর মহাপরিচালক এন্ড্রি গোলোভ্যানভো বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান সমঝোতা স্মারকে সই করেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Recent Comments

No comments to show.
x

Check Also

আদালতের বারান্দায় থেকে হত্যা মামলার আসামী পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে।

মিরাজ পালোয়ান ,শরীয়তপুর জেলা প্রতিনিধি ঃ -শরীয়তপুরে ভাইকে হত্যা করা হয়েছে এমন ...