Don't Miss
Home / অপরাধ / ফুলবাড়ীর জয়নগর এলাকায় কষ্টি পাথরের মুর্তির ভগ্নাংশ উদ্ধার

ফুলবাড়ীর জয়নগর এলাকায় কষ্টি পাথরের মুর্তির ভগ্নাংশ উদ্ধার

 

মোঃ জাহাঙ্গীর আলম
স্টাফ রিপোর্টার ।।

জানা যায়,দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার জয়নগর এলাকায় মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৮টার দিকে গোলাম মোস্তফার ছেলে কৃষক রায়হান আলী (৩০) তার জমিতে হাল চাষের সময় কষ্টি পাথরের ভগ্নদশার মুর্তিটি দেখতে পান। এসময় ওই এলাকার জাহিদুল ইসলাম হেলাল ও অশিক ঘটনাটি জানার পর স্থানীয় গ্রাম পুলিশকে জানান। পরে ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ রবিউল ইসলাম কষ্টি পাথরের মুর্তিটি কৃষক রায়হান আলীর কাছ থেকে জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমালের কাছে জমা দেন।
কৃষক রায়হান আলী বলেন,জমিতে হালচাষ করার সময় ভগ্নদশার মুর্তিটি দেখতে পেয়ে প্রতিবেশি জাহিদুল ইসলাম হেলাল ও অশিককে জানান। পরে গ্রাম পুলিশের কাছে সেটি হস্তান্তর করেন।
গ্রাম পুলিশ রবিউল ইসলাম বলেন, কষ্টি পাথরের মুর্তি পাওয়া গেছে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে তাঁর নিদের্শনা অনুযায়ী মুর্তিটি জব্দ করে ইউএনও সাহেবের কাছে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, তবে মুর্তিটি সনাতন ধর্মালম্বীদের কোনো দেব-দেবীর মুর্তি কিনা সেটি নিশ্চিত করা যায়নি।বর্তমানে কষ্টি পাথরের ভগ্নদশার মুর্তিটি সংরক্ষণের জন্য কাষ্টডিয়ান, প্রত্নতত্ত অধিদপ্তর, কাহারোল, দিনাজপুরের কাছে প্রেরণ করা হয়েছে। তবে মুর্তিটি মূল্য নির্ধারণ করা যাযনি।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Recent Comments

No comments to show.
x

Check Also

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া মিলছে না সেবা

নিজস্ব প্রতিনিধি ঃ- দালাল ছাড়া সরাসরি আবেদন করলে দিনের পর দিন ঘুরতে ...