Don't Miss
Home / অপরাধ / বাংলাদেশের সেলিব্রেটি নিয়ে আর হেয় পোস্ট করবেন না।

বাংলাদেশের সেলিব্রেটি নিয়ে আর হেয় পোস্ট করবেন না।

ভারতীয় ধনকুবের আম্বীনি পুত্রের প্রি-ওয়েডিং অনুষ্ঠান নিয়ে অনেকের অনেক ধরনের লেখা পড়েছি, বেশির ভাগ লেখাতেই বাংলাদেশকে ছোট করা হয়েছে। বাংলাদেশের কোন সেলিব্রেটিকে দাওয়াত দেয়নি, বলিউডের ৩ খানের সাথে বাংলাদেশর কোন খান নেই প্রভৃতি। সারা পৃথিবীর চোখে যারা সেলিব্রেটি তারা কি আম্বানির চোখেও সেলিব্রেটি? আম্মানি যাকে চিনে তাকে দাওয়াত করেছে। এতে বাংলাদেশের কাউকে কেনো দাওয়াত করতে হবে!

বাংলাদেশ ও ভারতের যারা পোষ্ট করে বাংলাদেশকে হেয় করেছেন তাদের জানাচ্ছি আম্বানি পুত্র অনন্ত ও রাধিকার বিয়েতে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। তখন অনেক দেশই বাদ পরবে। তাই বাংলাদেশের সেলিব্রেটি নিয়ে আর হেয় পোস্ট করবেন না।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Recent Comments

প্রদর্শনের মতো কোন মন্তব্য নেই।
x

Check Also

নূরসহ গণঅধিকার পরিষদের ৬ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি ঃ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরের অভিযোগে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ...