Don't Miss
Home / অপরাধ / কাউন্সিলর আলমাস মোল্লার নির্দেশে একই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব মোবারক হোসেন ভুইঁয়াকে বাসা থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ

কাউন্সিলর আলমাস মোল্লার নির্দেশে একই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব মোবারক হোসেন ভুইঁয়াকে বাসা থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ

 নিজস্ব প্রতিনিধি  :- গাজীপুর মহানগরীর ৩১ ওয়ার্ড কাউন্সিলর আলমাস মোল্লার নির্দেশে একই ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব মোবারক হোসেন ভুইঁয়াকে বাসা থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এঘটনায় কাউন্সিলর সহ ৪ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সুত্রে জানা যায়, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলমাস মোল্লার সাথে বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন যাবৎ মোবারক হোসেন ভুইঁয়ার বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় গত ১৬ মার্চ সন্ধ্যায় কাউন্সিলর অনুসারী
সাইফুল লোক মারফত তার বাড়িতে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে মোবারক হোসেন ভুইঁয়াশরীরে গুরুতর জখম করে। একপর্যায়ে তার হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় বাসিন্দাদের দাবী, কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে চরম বেপরোয়া হয়ে উঠেছেন আলমাস মোল্লা। এলাকায় মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই সহ সব অপরাধে তার লোকজন জড়িত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, নারী নির্যাতন, অপহরণসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।
এলাকার মানুষের তার ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী গাজীপুরে এই সন্ত্রাসী মোঃ আলমাছ মোল্লা ও তার সহযোগীদের বিরোদ্ধে জয়দেবপু থাকায় সহ বাংলাদেশের বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা গুলো হলো ১। গাড়ী পুড়ানো মামলা নং- ৩২ (১১) ২০১৪ ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের /২৫-ঘ। সি,এন, জি ছিন্তাই মামলা নং- ৫১ (০১) ১০ ধারা-৩২৮/৩৭৯/৪১১ দঃবিঃ।
৩। সিরাজ উদ্দিন হত্যা মামলা নং- ৭(৯)৯৭ ইং
ধারা-৩৬৪/৩০২/৩৪ দঃবিঃ।
81 জলিল হত্যা মামলা নং- ৬১ (৯)১০ ধারা- ৩২৬/৩০৭ দঃবিঃ।
৫। মামলা নং- ২২ (১) ৯৫ ইং ধারা- ৩২৬/৩০৭ দঃবিঃ।
৬। ডাকাতি মামলা নং ১২ (১) ৯৬ ধারা- ৩৯৫/৩৯৭।
৭। মহিলা অপহরণ মামলা নং- ১০(১২) ৯৪ ইং।
৮। সন্ত্রাসী মামলা নং- ৩০(৪)৯৫ ইং।
৯। কাশেম এর সাথে অস্ত্র মামলা নং- গাজীপুর ৩১ নং ওয়ার্ড বাসী এই সন্ত্রাসীর অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে এলাকাবাসীর দাবি এই সন্ত্রাসী আলমাস মোল্লা সহ তার বাহিনীদেরকে আইনের আওতায় আনা হোক তাদের অত্যাচারে যুব সমাজ ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে এদিকে ভুক্তভোগী মোবারক হোসেন ভূঁইয়া সহ সকল ভুক্তভোগীরা গাজীপুরে আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীদের কাছে ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধুর কন্যা দেশনেত্রী শেখ হাসিনার কাছে ভুক্তভোগীরা ভিডিও বার্তার মাধ্যমে বিচারে দাবী করেছেন এই অভিযোগ এর বিষয়ে তদন্তকারী গাজীপুর সদর মেট্রো থানার এস আই
আব্দুল্লাহ আল রুম্মান এর সাথে কথা হলে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Recent Comments

No comments to show.
x

Check Also

এনবিএ চ্যাম্পিয়ন গ্লেন ডেভিসকে 40 মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে লিগের স্বাস্থ্যসেবা পরিকল্পনার লক্ষ লক্ষ টাকা ফাঁকি দেওয়ার পরিকল্পনায় অংশ নেওয়ার জন্য

নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কোর্টের রেকর্ড অনুসারে, লিগের স্বাস্থ্যসেবা পরিকল্পনাকে মিলিয়ন ডলারের ...