Don't Miss
Home / প্রচ্ছদ / ফরিদপুর উপজেলা মডেল মসজিদ নির্মানেও ব্যাপক অনিয়মের অভিযোগ ।মডেল মসজিদদের ছাদ চুয়ে বৃষ্টির পানি পড়েছে

ফরিদপুর উপজেলা মডেল মসজিদ নির্মানেও ব্যাপক অনিয়মের অভিযোগ ।মডেল মসজিদদের ছাদ চুয়ে বৃষ্টির পানি পড়েছে

 ফরিদপুর প্রতিনিধি :–মডেল মসজিদদের ছাদ চুয়ে বৃষ্টির পানি পড়ে ভিজছে ইমামের জায়নামাজ এবং তারাবি নামাজে আসা মুসুল্লিরা ।

ফরিদপুর উপজেলা মডেল মসজিদ নির্মানেও ব্যাপক অনিয়মের অভিযোগ। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের একটা প্রতিষ্ঠান।

হারোকান্দির সাবেক মন্ত্রী ইঃখন্দকার মোশাররফ মিয়ার পৈতৃক ভিটার উপর প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে এ নির্মিত মসজিদ। এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী।

তাং ২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ। ১৬ মার্চ ২০২৩ ইং। এলাকাবাসীর ভাষ্য ঐ তারিখ উদ্বোধন হলেও নামাজের উপযোগী পরিবেশ সহ বুঝে পান ঐ তারিখের ৬ মাস পর। মসজিদ নির্মান উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে, ধর্মমন্ত্রনালয় ও ইসলামিক ফাউণ্ডেশন। নির্মান বাস্তবায়ন করেন, গনপূর্ও অধিদপ্তর ফরিদপুর।

উল্লেখ্য গত তিনদিন আগে তথা ১৬-৩-২০২৪ ইং তারিখ একটু হালকা বৃষ্টি হয় ফরিদপুর। ঐ বৃষ্টির পানি মসজিদের ছাদ চুসে পানি পড়ে ইমাম মুয়াজ্জিন ও মুসুল্লিদের গায়ে। এ সময় তারাবির নামাজ চলছিল। এই পানিতে ভেসে যায় দুই তলার অভ্যন্তরীন বারান্দা। ছাদের পানি বিভিন্ন পিলারের গোরা ও বিদ্যুৎ বসানো পাইপের জয়েন্ট এবং নরম ছাদ ভেদ আশা পানিতে ভিজে প্রায় শতাধিক মুসুল্লির জায় নামাজ। এতে বিক্ষুব্ধ হয়ে উঠছে এলাকাবাসী। তারা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতঃ সংশ্লিষ্ট সকলের শাস্তি দাবি করছেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Recent Comments

No comments to show.
x

Check Also

যাত্রাবাড়ী থানার ওসি ও ঢাকা মেডিকেলের ডাক্তার এবং জেল সুপারসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি ঃ- পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে রাজধানী যাত্রাবাড়ী থানার ওসি, ডাক্তার ...