Don't Miss
Home / প্রচ্ছদ / যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে লক্ষ্মীপুর জেলায় চাকরি পেলেন ৪২ জন পুরুষ ও ০৬ জন নারী সদস্য

যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে লক্ষ্মীপুর জেলায় চাকরি পেলেন ৪২ জন পুরুষ ও ০৬ জন নারী সদস্য

Pictureলক্ষীপুর প্রতিনিধি  :-যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে লক্ষ্মীপুর জেলায় চাকরি পেলেন ৪২ জন পুরুষ ও ০৬ জন নারী সদস্য।

“চাকরি নয় সেবা” এই স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারি-২০২২ খ্রি. এর প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা ও পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং এবং নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা, পুলিশ সুপার, লক্ষ্মীপুর মহোদয়।

অতঃপর পুলিশ সুপার মহোদয় নির্বাচিত প্রার্থীদের অভিভাবকদের অভিব্যক্তি শুনতে চাইলে, প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের কয়েকজন অভিভাবক আনন্দে আপ্লুত হয়ে যান। তারা তখনো বিশ্বাস করতে পারছেন না টাকা ছাড়াই পুলিশে তাদের ছেলে এবং মেয়েদের চাকুরী হয়েছে।

এসময় পুলিশ সুপার মহোদয় জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে আপনারা প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশ পুলিশকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ার লক্ষে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়া অন্যতম একটি ধাপ। আপনাদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্বল হবে।

এসময় উক্ত অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব কাজী মোঃ আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কুমিল্লা জেলা, জনাব আসিফ মহিউদ্দীন পিপিএম অতিরিক্ত পুলিশ ‍সুপার (সদর সার্কেল) চাঁদপুর জেলা এবং সার্বিক তত্ত্বাবধানে সহকারি পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব সাইফুল আলম চৌধুরী, আরওআই, আরআই সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Recent Comments

No comments to show.
x

Check Also

দেবিদ্বারে বড় ভাইয়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী ব্যবসায়ী সাঈদ

দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধি : বড় ভাইয়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে ...