Don't Miss
Home / আন্তর্জাতিক / ভারতের জাতীয় নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ

ভারতের জাতীয় নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ

ভারত প্রতিনিধি :- ভারতের জাতীয় নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ শুরু হচ্ছে আদ্য ১৯ এপ্রিল (শুক্রবার)। নির্বাচনে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের সদস্য নির্বাচিত হবেন। যে দল বা জোট লোকসভায় সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তারাই পরবর্তী সরকার গঠন করবে।

দেশটির নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় ৯৭ লাখ, যা বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে সর্বোচ্চ। সাত ধাপে ৪৪ দিনে ভোটগ্রহণ হবে। নির্বাচনে ব্যবহার হবে ৫৫ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। ভোট গণনা শেষে ফল প্রকাশ হবে ৪ জুন।

বহুদলীয় গণতন্ত্র হিসেবে ভারতের নির্বাচনে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দল ভোটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু সর্বভারতীয় পর্যায়ে মূল প্রতিদ্বন্দ্বী দল দুটি। ক্ষমতাসী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও প্রধান বিরোধীদল জাতীয় কংগ্রেস। এই দুই দল পৃথক দুটি জোটের নেতৃত্ব দিচ্ছে।

বিজেপি নেতৃতে দিচ্ছে জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। এটি ২৬টি দলের একটি জোট। প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্ব দিচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলোপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)। এই জোটে আছে অন্তত ৪১টি দল। আজ শুরু হওয়া প্রথম ধাপের নির্বাচন হবে দেশটির ২১টি রাজ্যের বিভিন্ন আসনে। তামিলনাডুর সবকটি অর্থাৎ ৩৯টি আসনে আজ ভোটগ্রহণ হবে। রাজস্থানের ২৫টি আসনের ১২টি, উত্তর প্রদেশের ৮০টি আসনের ৮টি, মধ্যপ্রদেশের ৪৮টি আসনের ৬টিতে, মহারাষ্ট্রের ৪৮টি আসনের পাঁচটিতে, উত্তরাখণ্ডের সবকটি অর্থাৎ পাঁচটিতে আজ ভোটগ্রহণ হবে।

এছাড়া আসামের ১৪টি আসনের ৫টিতে, বিহারের ৪০টি আসনের চারটিতে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের ৩টিতে ভোট হবে। অরুণাচল প্রদেশ, মনিপুর ও মেঘালয়ে দুটি করে আসন। এই তিন প্রদেশের ৬ আসনেই নির্বাচন হবে কাল। ছত্তিসগড়ের ১১টি আসনের একটিতে নির্বাচন হবে কাল।

মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিমে একটি করে আসন। আগামীকাল এই তিন আসনেই নির্বাচন হবে। ত্রিপুরায় দুটি আসনের একটিতে নির্বাচন হবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Recent Comments

No comments to show.
x

Check Also

যারা দলের শৃঙ্খলা ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের

যারা দলের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করবে, সময় মতো তাদের কোনো কোনো শাস্তি পেতে ...