Don't Miss
Home / খেলাধুলা / পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

মাসুদ মিয়া , পটুয়াখালী প্রতিনিধি ঃ- পটুয়াখালীতে লোকজ মেলার সমা‌প্তির শেষ দিন ২০এ‌প্রিল বিকাল ৩টায় পটুয়াখালীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  জনপ্রিয় নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪ টায় পটুয়াখালী জেলা শহর ঘেষা উত্তর পার্শ্বে লাউকাঠী নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  জনপ্রিয় নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি।  জেলা প্রশাসন আয়োজিত নদীর লাউকাঠী খেয়াঘাট হতে ব্রীজ পর্যন্ত প্রায়  দেড় কিঃ মিটার এবং ব্রীজ হতে লাউকাঠি খেয়াঘাট পর্যন্ত  নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রথম স্থান  অধিকার করেছে মাগুরার সোনার তরী, দ্বিতীয় হয়েছে একই এলাকার মায়ের দোয়া এবং তৃতীয় হয়েছে গোপালগঞ্জের শিতলা তরী।

সন্ধ্যায় ডিসি লঞ্চঘাটে জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলমের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি। এসম আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি পটুয়াখালী-১ আসনের সাংসদ জাতীয় পার্টির কো- চেয়ারম্যন এবিএম রুহুল আমিন হাওলাদার,  বিশেষ অতিথি -পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম,বিশেষ অতিথি – জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর,  বিশেষ অতিথি – সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, বিশেষ অতিথি – পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।  নদীর দুইপাড়ে হাজার হাজার নারী পুরুষ গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ  প্রতিযোগীতা উপভোগ করেন।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Recent Comments

No comments to show.
x

Check Also

কদমতলী থানা প্রেস ক্লাবের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব এবং রায়েরবাগ স্ট্যান্ডে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ঃ- রাজধানী যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় আবিদ লাইটিং ফ্যাক্টরিতে ঢাকা ...