Don't Miss
Home / Uncategorized / অবশেষে গাইবান্ধা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গাইবান্ধা আদালতে মামলা দায়ের করলেন শাহরিন সুলতানা সুমা

অবশেষে গাইবান্ধা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গাইবান্ধা আদালতে মামলা দায়ের করলেন শাহরিন সুলতানা সুমা

শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা প্রতিনিধি ঃ -অবশেষে গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলা দায়ের ১৫/০১/২০২৪ ইং তারিখে ৪ আসামির নামে শাকিব শাহিন যুবরাজ শাহিনুর সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা লাঞ্চিত মারপিট করার অপরাধে
ঘটনার তারিখ ২৯/০৯/২০২৩ ইং তারিখে সকাল অনুমান ১০ ঘটিকা
ঘটনার স্হান তেঁতুল তলা ইউপি লক্ষীপুর থানা সদর জনৈক রুহুল আমিনের বাড়ীর সামনে মামলা নং ২৩/২৪
আইনের ধারা:
দা: বি: ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৩০৭/৫০৬(!!) ১১৪ /৩৪ দন্ডবিধি মামলা নং ২৩/২৪ মামলা নং
আসামীগন একদল ভুক্ত দূদান্ত পরধনলোভী, আইন অমান্যকারী বটে আসামিদের সহিত বাদীনির মনোমালিন্য বিরোধ চলতেছিল এর জের ধরিয়া আসামীগন পূর্ব পরিকল্পনা মোতাবেক এক ই অভিপ্রায়ে বাদীনির ক্ষতি সাধন করিবার জন্য শলাপরামর্শ মোতাবেক ষড়যন্ত্র করিয়া আসিতে থাকাকালে ঘটনার তারিখ ও সময়ে অথাৎ ২৯/০৯/২০২৩ ইং সকাল ০৯:০০ ঘটিকার দিকে আসামী সাকিব তার ব্যাবহৃত মোবাইল নাম্বার ০১৬০৫-৩১৪৬৭৮ হ ইতে বাদী নিকে ফোন দিয়ে বলে বাদীনির বর্নিত পত্রিকা নিউজ করবে মর্মে গাইবান্ধা সদর থানাধীন লক্ষীপুর ইউনিয়নের তেঁতুলতলা সাকিনস্হ জনৈক রুহুল আমিনের বাড়ীতে যাইতে বলে। বাদীনি উক্ত তারিখে সকাল অনুমান ১০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হ ইলে অনন্যা আসামীগন দেখিতে পায় বাদিনী কি বিষয় নিউজ করবে মর্মে জানতে চাইলে আসামীগন বাদিনীকে উদ্দেশ্য করিয়া অকথ্যা ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদীনি আসামিগণের এহেন আচরনে প্রতিবাদ করিলে আসামি যুবরাজের হুকুমে অন্যান্যা সকল আসামিগণ বাদীনিকে ঘিরিয়া ধরিয়া তাদের হাতে থাকা লোহার রড লাঠি লইয়া এলোপাথাড়ি ভাবে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত জঘম করিয়া গুরুত্বর জঘম করে। আসামি শাকিব মিয়া তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদিনীর মাথায় আঘাত করিলে উক্ত আঘাত বাম হাত দিয়ে ঠেকাইলে কজির ওপর লাগিয়া গুরুত্বর হাড়ভাঙ্গা জখম হয়। বাদীনি চিৎকার দিয়া পরিয়া গেলে আসামি শাহিনুর বেগম অসৎ উদ্দেশ্যে বাদিনীর গলায় থাকা একভরি ওজনের স্বর্ণের চেইন মূল্য অনুমান ৯০,০০০/- ছিনিয়া লয়। আসামি শাহিন মিয়া অসৎ উদ্দেশ্য বাদিনীর ওড়না টানা হেচড়া করিয়া খুলিয়া ফেলিয়া শ্বীলনতা করে। বাদিনীর ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে আসামীগন বাদীনিকে খুন -জখমের হুমকি প্রদান করিয়া অস্ত্র সস্ত মালামালসহ ঘটনাস্থল হ ইতে আসামীগন দ্রুত চলিয়াযায়। কতিপয় সাক্ষী ১ ‌মোছা : মুন্নি আক্তার (২১) পিতা মহাসীন মিয়া ২ মোছা রোসনা বেগম স্বামী মহাসিন মিয়া উভয়ের সাং মধ্যা শান্তিরাম থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা ৩ মোঃ শাহাদাৎ হোসেন খোকন পিতা মৃত ডাক্তার সাখাওয়াত হোসেন সাং নলডাঙ্গা থানা সাদুল্যাপুর জেলা গাইবান্ধা ৪ নাহিদা সুলতানা স্মৃতি স্বামী মোঃ শাহাদাৎ হোসেন খোকন সাং নলডাঙ্গা থানা সাদুল্যাপুর জেলা গাইবান্ধা ৫ মোছাঃ ছালেহা বেগম স্বামী মৃত সাখাওয়াত হোসেন থানা সাদুল্যাপুর জেলা গাইবান্ধা
কতিপয় সাক্ষী বাদিনীকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করিয়া অপরিচিত মাইক্রোবাস যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বাদীনি চিকিৎসা অন্তে কিছুটা সুস্থ্যা হ ইয়া মামলা করার জন্য প্রস্তুতি নিলে আসামীগন আপোষের প্রস্তাব দিয়া কিছুটা সুস্থ্যা হলে মামলা করি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গাইবান্ধা আব্দুল মতিন স্যার তদন্ত প্রতিবেদন গাইবান্ধা সদর থানা ওসিকে ১৫/০১/২০২৩ ইং তারিখে দেয় গাইবান্ধা সদর থানা পুলিশ সুষ্ঠু তদন্ত করে সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা পক্ষে রিপোর্ট প্রতিবেদন পাঠাবেন গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১ আসামি মোঃ শাকিব মিয়া(২৫) পিতা যুবরাজ মিয়া সাং মধ্যা শান্তিরাম থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা ২ মোঃ শাহিন মিয়া (৪০) পিতা যুবরাজ মিয়া গ্রাম মধ্যা শান্তিরাম থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা ৩ মোছাঃ শাহিনুর বেগম স্বামী যুবরাজ মিয়া সাং মধ্যা শান্তিরাম থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা গাইবান্ধা সদর থানা পুলিশ অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে২৩/২৪

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Recent Comments

No comments to show.
x

Check Also

মায়ের ছায়া সমিতির ৯০ কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে ৫ প্রতারকের বিরুদ্ধে মানববন্ধন ভুক্তভোগীদের।

তানজিলা আক্তার  ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় মায়ের ছায়া সমবায় সমিতির নামে ৯০কোটি টাকা ...