Don't Miss
Home / প্রচ্ছদ / কবিতা – তুমি ছাড়া জীবন যেমন

কবিতা – তুমি ছাড়া জীবন যেমন

কবিতা
তুমি ছাড়া জীবন যেমন
সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা
তুমি ছাড়া আমার জীবন অন্ধকার
আলোকহীন কনক প্রদীপ,
সুখ নেই সেখানে
নিরুত্তাপ বিশুক মরুভূমির মত জীবন
বাঁচতে এতটুকু সাধ হয়না তুমি ছাড়া
কী দিয়েছ এমন যে ভুলতেই পারিনা
ভোলা যায় ইনা ।
হায় অনন্ত সুখের প্রত্যাশী জীবন!
একবিন্দু সুখ তোর কপালে স ইলোনা!
যেখানে তুমি নেই
সেখানে নেই আমি ও
ভালোবাসা হীন পৃথিবীতে আমি থাকতে চাইনা
আমার জগতে হয় আমাকে ভালোবাসা দাও
নয় বিষলক্ষ্যা দাও
কন্ঠ আমার অকন্ঠ নীল হোক
ভালোবাসার সাধ আমার মিটে যাক
চির জনমের মতো
শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও
বলে যাবো ভালোবাসি
শুধু তোমাকে ভালোবাসি

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Recent Comments

No comments to show.
x

Check Also

সুন্দরবন দস্যুদের নিয়ে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ হতাশার

নিজস্ব প্রতিনিধি ঃ- সুন্দরবন দস্যুদের নিয়ে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ হতাশার মহসিন উল ...