Don't Miss
Home / অপরাধ / কীর্তিনাশা নদীতে ডুবে বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

কীর্তিনাশা নদীতে ডুবে বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

মিরাজ পালোয়ান ,শরীয়তপুর জেলা প্রতিনিধি  ঃ দীর্ঘ সময় ধরে বাক প্রতিবন্ধী রানা ফকিরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। চারদিকে খোঁজা-খুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের সদস্যরা ধারণা করে সে নদীতে গোসল করতে গেছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে রানা ফকিরের মরদেহ উদ্ধার করেছে।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা শোয়া ৬ টার দিকে শরীয়তপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের চরপাতানিধি গ্রামের কীর্তিনাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাক প্রতিবন্ধী রানা ফকির (২৩) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী গ্রামের জাকির হোসেন ফকিরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চান্দনী গ্রামের রানা ফকির শরীয়তপুর পৌরসভার রুপনগর এলাকার সৃজনশীল বিদ্যা পীঠ স্কুলের পাশে দুলাল সরদারের বাড়িতে ভাড়া হিসেবে ফুফুর কাছে থাকত। জন্মগত ভাবে রানা বাক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ছিল। শুক্রবার বিকেলে রানাকে তার আত্মীয়-স্বজনরা দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করে না পেয়ে তারা ধারণা করে সে কীর্তিনাশা নদীতে গোসল করতে গেছে। এরপর স্বজনরা বিষয়টি শরীয়তপুর ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চরপালং গ্রামের কীর্তিনাশা নদী থেকে সন্ধ্যা শোয়া ৬ টার দিকে রানা ফকিরের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল হাকিম খান বলেন, খবর পেয়ে মাদারীপুর থেকে ডুবুরি দল এনে রানা ফকির নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহাম্মেদ বলেন, রানা ফকিরের মরদেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Recent Comments

No comments to show.
x

Check Also

ইসরায়েলে জেলে থাকা ফিলিস্তিনি লেখক বাসিম খন্দকজি শীর্ষ আরবি কথাসাহিত্যের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন

মাইনুল মিসির : বাসিম খন্দকজি একজন ফিলিস্তিনি ঔপন্যাসিক, ১৯৮৩ সালে পশ্চিম তীরের ...