Don't Miss
Home / অপরাধ / গাইবান্ধায় সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা তীব্র প্রতিবাদ করছি অবিলম্বে এই মামলার প্রত্যাহারের দাবি জানাই

গাইবান্ধায় সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা তীব্র প্রতিবাদ করছি অবিলম্বে এই মামলার প্রত্যাহারের দাবি জানাই

স্টাফ রিপোর্টার ঃ -গাইবান্ধার কামারজানীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি সংক্রান্তে সংবাদ প্রকাশের জেরে গাইবান্ধা তিন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। এই ঘটনায় গাইবান্ধার সাংবাদিক নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জানা গেছে, দীর্ঘ দুই বছর ধরে গাইবান্ধার কামারজানীতে নদী থেকে বালু উত্তোলন করে আসছিল ওই এলাকার বালু ব্যবসায়ী জাহাঙ্গীর,রানা,সাইফুল, মিল্টন সহ একটি সংঘবদ্ধ চক্র।এই ঘটনায় গত ১৭ ফ্রেব্রুয়ারী আনন্দ টিভি সহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়।
এর পর জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ২৫ ফেব্রুয়ারী কামারজানী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা খন্দকার আজিজুর বাদি হয়ে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা করেন। এদিকে মামলা হওয়ার পরেও তারা তাদের বালু উত্তোলন ও ব্যবসা চালিয়ে গেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদ আল হাসান একাধিক বার অভিযান চালিয়ে বালু পরিবহন কাজে ব্যবহৃত অন্তত ২০ টি গাড়ী জব্দ করেন ও প্রায় ১৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।এ তে বালু ব্যবসায়ীরা ক্ষিপ্ত হলে তাদের মধ্য জাহাঙ্গীর আলম চলতি বছরের ২৮ মার্চ গাইবান্ধা সদর থানায় একটি মিথ্যা চাঁদাবাজির লিখিত অভিযোগ দায়ের করেন।এর প্রায় এক মাস পরে আজ (২৪ এপ্রিল) বুধবার সদর থানায় মামলাটি রেকর্ড ভুক্ত করা হয়। আজ সন্ধ্যায় বিষয়টি গাইবান্ধা সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।
এই মামলায় গাইবান্ধা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকার, ডেইলি ট্রাইবুনালের জেলা প্রতিনিধি মোঃ সুমন মিয়া ও নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি রিয়ন ইসলাম রকিকে আসামি করা হয়।
এদিকে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় বিভিন্ন সাংবাদিক, সামাজিক,পেশাজিবী সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়া মামলা থেকে নিঃশর্ত অব্যাহতি দেয়ার আহ্বানও জানিয়েছেন তাঁরা।
তিন সাংবাদিকের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের হওয়ায় গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি শফিউল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাবস) এর জেলা সংবাদদাতা সরকার মোঃ শহিদুজ্জামান, কালবেলার সাংবাদিক নেয়ামুল আহসান পামেল,বাংলাভিশনের ফিরোজ কবীর মিলন, নাগরিক টিভির আনোয়ার,

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Recent Comments

No comments to show.
x

Check Also

সুন্দরবন দস্যুদের নিয়ে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ হতাশার

নিজস্ব প্রতিনিধি ঃ- সুন্দরবন দস্যুদের নিয়ে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ হতাশার মহসিন উল ...