Don't Miss
Home / অপরাধ / মিরপুর পল্লবী থানাধীন ফ্লাট কিনে হয়রানির শিকার ফ্লাট মালিক মোঃ রাজা আজ পথের ফকির একাধিক মামলা এবং সাধারণ ডায়েরি থাকা সত্ত্বেও পুলিশ নীরব । পর্ব -১

মিরপুর পল্লবী থানাধীন ফ্লাট কিনে হয়রানির শিকার ফ্লাট মালিক মোঃ রাজা আজ পথের ফকির একাধিক মামলা এবং সাধারণ ডায়েরি থাকা সত্ত্বেও পুলিশ নীরব । পর্ব -১

  মোঃ মিজান  :- মিরপুর পল্লবী থানাধীন ২০১৫ সাল থেকে ফ্লাট কিনে ফ্ল্যাটে বসবাস করা অবস্থায় গত দুই বছর যাবত  হয়রানির শিকার ফ্লাট মালিক মোঃ রাজা আজ পথের ফকির। মিরপুর সেকশন ১১নং, ব্লক-সি, রোড নং ১১, লাইন ৫, বাসা-১৩ এর ফ্লাট মালিক মোঃ রাজা(৪৭)-কে হুমকি দেওয়ার বাসায় মালমাল রেখে বাসাতে তালা মেরে ভিডিও ফুটেজ করে রাখেন রাজা । এমত অবস্থায় ১৩/১২ /২৩ ইং তারিখ তার নিজ বাসায় যেতে গেলে মেন গেটের তালা খোলেননি প্রতারক ও সন্ত্রাস নিজাম খান গং এমত অবস্থায় নিরীহ রাজা পল্লবী থানায় অবগত করলে পল্লবী থানা বলেন যে একটি জিডি করে যান ।

 

মোঃ রাজা মিয়ার ফ্লাটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং তারই সাথে সাথে গ্যাস পানি গত দুই বছর আগে সকল  সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বাড়ির পূর্বের মালিকপক্ষ। তা সত্যেও পানি গ্যাস বিদ্যুৎ না থাকার পরও বসবাস করে আসছেন এক পর্যায়ে বাসা তালা মেরে রাখেন রাজা অন্যথায় বাসা নিয়ে বসবাস করেন ।

সূত্রে জানা যায় যে শুধু রাজাই নয় ওই অ্যাপার্টমেন্টে আরো একাধিক ফ্লাট মালিক কেও এরকম অত্যাচার এবং প্রতারণার ফাঁদে পড়তে হয়েছে । ভুক্তভোগী রাজা সহ আরো অনেকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর কাছে বিষয়টি অবগত করেন, বিষয়টি শুনে কাউন্সিলর সাহেব তাদের কে এই মর্মে নোটিশ করেন যে তারা যেন কমিশনারের সংগে যোগাযোগ করেন এবং নিজাম খান ও বিলডার আসিবুল করিম সহ অন্যাঅন্য ভূক্তভোগি এবং রাজা সহ সকলে কমিশনারের অফিসে জড়ো হলে তিনি একটি সালিশী আলোচনার মাধ্যমে বিষয় টি সমাধানের চেষ্টা করেন। কিনতু দূঃখের বিষয় জায়গার মালিক নিজাম খান এবং আসি বুল করিম যোগসাজশে উক্ত সালিশ বন্ধ করে দেয়।অতঃপর কমিশনার বলেন যে এ-ই লোকেরা তোমাকে হয়রানি করতেছে। তুমি তাদের বিরুদ্ধে মামলা করো। এই ব্যাপারে সর্ব প্রকার সহযোগিতার আসাস দেন। কিন্তু দূঃখের বিষয় পল্লবী থানা এই বিষয়ে কোন মামলা নিতে ইচ্ছুক নন। বিধায় রাজা মিয়া কোর্টের মাধ্যমে উকিল নোটিশ ও ফৌজদারি মামলা করেন। ১১.৩.২০২২ সালে রাজা মিয়াকে তারা মারধোর করে। উক্ত ব্যাপারে পরবর্তীতে রাজা মিয়া পল্লবী থানায় নন এফ আইআর মামলা করেন।৯.৩.২০২৪ শাহানা আকতার,সেলিম সহ রাজা মিয়ার মালামাল একপর্যায়ে তারা বিক্রয় করা শুরু করে। এই বিষয়ে জানার পর রাজা মিয়া বাসার সামনে গেলে তারা তাকে বেদম প্রহার করে। এই কথা তারা জানার পরে রাজা মিয়ার উপর আরো নির্যাতন বৃদ্ধি করে। গ্যাস বিদ্যুত পানি বন্ধ করে দিলেও ঐ অবস্থা তেও রাজা মিয়া উক্ত ফ্ল্যাটে বসবাস করার চেষ্টা চালিয়ে জান কিন্তু বর্তমান সময়ে এসে রাজা মিয়ার জীবন যাপন হুমকির সন্মুখিন। মামলা করার কারনে আরো ক্ষিপ্ত হয়ে মোঃ রাজা কে বিভিন্ন হুমকি ধামকি দেয় এবং বাড়িতে ঢুকতে না দিয়ে বরং তাহার উপর আক্রমণ চালায় এবং তাহার কাছ থেকে নগদ অর্থ নিয়েযায় এবং তাহাকে মারধর করে গুরুতর আহত করেন। মোঃ রাজা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

 

 

এই বিষয়ে প্রতিদিন খবর কে জানালে  প্রতিদিন খবরের সাংবাদিক সেখানে উপস্থিত হন এবং মোঃ রাজার সাক্ষাৎ কার নেন, সাক্ষাৎকারে ভুক্তভোগী রাজা সাংবাদিকদেরকে জানান যে তিনি আজ নিরুপায়।

গত ০৯/০৩/২০২৪ ইং তারিখ রাজার মালামাল লুট করে শুনে ফ্লাট মালিক নিজের ফ্ল্যাটের সামনে যেতে না যেতেই (১) নিজাম খান (২) চাঁদনী (৩) গুড়িয়া বেগম (৪) ইমরান (৫) ডাবলু (৬) এরফান (৭) আসলাম সহ ফ্লাট  মালিক রাজা কে মারধর করেন এবং মালামাল চুরি করেন । কোনমতে জান রক্ষা পেয়ে  রাজা ৯৯৯ এ ফোন করলে পল্লবী থানার এসআই দেবাশীষ ঘটনাস্থলে আসেন ।

এবিষয়টি নিয়ে পল্লবী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ  ঘটনার সত্যতা পেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছে। এদিকে রাজা জানান যে আমার এ বিষয়ে কোন মামলা নেয়নি আমার একটি সাধারণ ডায়েরি নিয়েছেন । ভুক্তভোগী রাজা আরও জানান যে প্রতারক চক্র ও নির্যাতনকারীদের বিরুদ্ধে একাধিক মামলা এবং সাধারণ ডায়েরি থাকা সত্ত্বেও পুলিশ কেন নীরব হয়ে আছে।

 

ভূক্তভোগী রাজা প্রশাসনের উর্ধতম কর্মকর্তার কাছে ওই বাড়ির মালিক নিজাম খান  ও তার সহযতযোগীদের উপযুক্ত বিচারের দাবি করেন এবং রাজার ফ্ল্যাট ফিরে পেতে চান।এই ব্যাপারে রাজা মিয়া বিচারের আশায় দুয়ারে দুয়ারে ঘুরছেন।রাজার মোবাইল নম্বর ০১৭৫৮০০০৫২৬

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Recent Comments

No comments to show.
x

Check Also

টঙ্গীতে সময়ের বাতিঘর সংগঠন এর উদ্যোগে পানি ও স্যালাইন বিতরণ

নিজস্ব প্রতিনিধি ঃ- তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে গাজীপুর মহানগরের ব্যস্ততম ...