Don't Miss
Home / জাতীয় / গলাচিপায় দুই জায়গায় মুসল্লিদের কান্নায় বৃষ্টির প্রার্থনায় ইসতিসকা নামাজ আদায়

গলাচিপায় দুই জায়গায় মুসল্লিদের কান্নায় বৃষ্টির প্রার্থনায় ইসতিসকা নামাজ আদায়

মোঃ নেছার উদ্দিন ঃ – চলমান তাপদাহ আর অতি খরায় জনজীবন যখন নাজেহাল তখন’ই সারা দেশে মহান আল্লাহ্’র দরবারে বৃষ্টির জন্য প্রার্থনায় ছালাতুল ইসতিসকা নামজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিগন। এর’ই ধারাবাহিকতায় পটুয়াখালীর

গলাচিপা উপজেলায় ভিন্ন ভিন্ন স্থানে মুসল্লিদের কান্নায় বৃষ্টির প্রার্থনায় ইসতিসকা নামাজ আদায় অনুষ্ঠিত হয়েছে। প্রথমে গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর মাদ্রাসা মাঠে ২৮ এপ্রিল রবিবার সকাল ৮’ টার দিকে স্থানীয় সাধারণ ও মুসল্লিদের উদ্যোগে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা নুর আমিন সাহেব (সাবেক শিক্ষক কালিকাপুর মাদ্রাসা) উক্ত নামাজে প্রায় দুইশত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। সকাল ০৮:২৫ ঘটিকার সময় শান্তিপূর্ণভাবে নামাজ শেষ হয়।

এদিকে এক’ই দিনে গলাচিপা উপজেলার সদর জৈনপুরী খানকা মাদ্রাসা মাঠে সাধারণ মুসল্লিদের উদ্যোগে বেলা দশ’টার দিকে বৃষ্টির জন্য মহান আল্লাহ্’র দরবারে সালাতুল ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মোঃ হুমায়ুন কবির(খানকা মাদ্রাসার জামে মসজিদের ইমাম) উক্ত নামাজে প্রায় চার শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন এবং বেলা সারে দশ টার সময় শান্তিপূর্ণভাবে ইসতিসকা নামাজ শেষ হয়

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Recent Comments

No comments to show.
x

Check Also

গলাচিপায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ।

পটুয়াখালী প্রতিনিধি ঃ –  কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার, দেশের ...